• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ছাত্রদলের সমাবেশে চলাকালীন ককটেল বিস্ফোরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০২০, ১৪:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাশে কলাভবনের ডিন অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বটতলা ও আশপাশে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে স্থান ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বক্তব্য চলাকালীন এই ককটেল বিস্ফোরণ করা হয়৷ এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হওয়ার সময়ও একটি ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা এসব করছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী আরটিভি অনলাইনকে বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি সেখানে একটি ব্যক্তি অপরাজেয় বাংলার পাশে ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলে চড়ে চলে যায়। এ বিষয়ে তদন্ত কমিটি ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করি অতি শিগগিরই এই ককটেল বিস্ফোরণকারী ও এর সঙ্গে জড়িতদের ধরতে সমর্থ হবো।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
ঢাবিতে ঈদের জামাত সকাল ৮টায়
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
X
Fresh