• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা উত্তরে বিএনপির টিম লিডার মওদুদ, দক্ষিণে মোশাররফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০২০, ২৩:০৯
ঢাকা উত্তর বিএনপি টিম লিডার মওদুদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ এবং মওদুদ আহমদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে দেবেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান। এই দুটি নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের। দুই কমিটির পুরো সদস্যের তালিকা পরে গণমাধ্যমকে জানানো হবে।’

তিনি বলেল, ‘এই নির্বাচন কমিশন একটি অযোগ্য প্রতিষ্ঠান। তারা এখন পর্যন্ত একটা নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারেনি। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমাদের নির্বাচনে থাকা উচিত বলে আমরা মনে করি।’

ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা চিঠি দেব। নির্বাচন ‍সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব ও দাবি-দাওয়া থাকবে চিঠিতে। পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমগুলোতেও আলাদা আলাদা চিঠি দেওয়া হবে।’

বৈঠকে ইভিএম নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইভিএম প্রত্যাখান করেছি। আমরা কখনোই এই মেশিনে ভোট মেনে নেব না। ইভিএমের ওপর জনমত তৈরির জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নেব। এ বিষয়ে রোববার বিকেলে বিএনপি সংবাদ সম্মেলন করবে।’

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
X
Fresh