• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ সরকারের পরিকল্পিত: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:০১
নয়াপল্টন ককটেল বিস্ফোরণ পরিকল্পিত

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।

নয়াপল্টনে রোববার সাংবাদিকদের তিনি বলেন, সিটি নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করতেই সরকারের এ অপতৎপরতা। অতীতের মতো বিএনপিকে হয়রানি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অপরদিকে ঢাকার দুই সিটির নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নিতে অস্বচ্ছ ইভিএমে ভোট নেওয়ার চক্রান্ত করছে সরকার এমন অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উৎসাহ উদ্দীপনায় পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছিল। হঠাৎ করেই দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিকট শব্দ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল পায় আইনশৃঙ্খলাবাহিনী। পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা ককটেল তিনটির বিস্ফোরণ ঘটান।

সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ
বাথরুমে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ৩
X
Fresh