• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার দুই সিটিতে আ.লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৯, ১৪:০৯
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকার দুই সিটিতে আ.লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ রোববার (২৯ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দক্ষিণ সিটিতে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যারা-

১. মাহবুবুল আলম, ২. আনিসুর রহমান, ৩. মাকসুদ হোসেন, ৪. মো. জাহাঙ্গীর হোসেন, ৫. আশরাফুজ্জামান, ৬. সিরাজুল ইসলাম ভাট্টি, ৭. আব্দুল বাসিত খান, ৮. ইসমাইল. ৯. মোজাম্মেল হক, ১০. মারুফ আহমেদ মনসুর, ১১. হামিদুল হক শামিম, ১২. মামুনুর রশিদ শুভ্র, ১৩. এনামুল হক, ১৪. ইলিয়াসুর রহমান, ১৫. রফিকুল ইসলাম বাবলা, ১৬. নজরুল ইসলাম, ১৭. মাহবুবুর রহমান, ১৮. ফেরদৌস আলম, ১৯. আবুল বাশার, ২০. শরিফ উদ্দিন রতন, ২১. আসাদুজ্জামান, ২. জিন্নাত আলী, ২৩-মকবুল হোসেন, ২৪. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫. আনোয়ার ইকবাল, ২৬. হাসিবুর রহমান মানিক, ২৭. ওমর বিন আব্দুল আজিজ, ২৮. মোহাম্মদ সালেহী, ২৯. জাহাঙ্গীর আলম বাবুল, ৩০. মোহাম্মদ হাসান, ৩১. শেখ মোহাম্মদ আলমগীর, ৩২. আব্দুল মান্নান, ৩৩. ইলিয়াস রশিদ, ৩৪. মীর সমির, ৩৫. আবু সাইদ, ৩৬. রঞ্জন বিশ্বাস, ৩৭. আব্দুর রহমান নিয়াজী, ৩৮. আহম্মেদ ইমতিয়াজ মান্নাফি, ৩৯. রোকন উদ্দিন আহম্মেদ, ৪০. আবুল কালাম আজাদ, ৪১. সারোয়ার হাসান আলো, ৪২. মোহাম্মদ সেলিম, ৪৩. আলিফ হোসেন, ৪৪. নিজাম উদ্দিন, ৪৫. হেলেনা আক্তার, ৪৬. শহিদুল্লাহ, ৪৭. নাসির আহমেদ ভূঁইয়া, ৪৮. মো. আবুল কালাম, ৪৯. আবুল কালাম আজাদ, ৫০. মাসুম মোল্লা, ৫১. কাজী আরিফুর রহমান, ৫২. মোহাম্মদ নাসিম মিয়া, ৫৩. নূর হোসেন, ৫৪. মো. মাসুদ, ৫৫. নূরে আলম, ৫৬. মো. হোসেন, ৫৭. মো. সাইফুল ইসলাম, ৫৮. শফিকুর রহমান, ৫৯. আকাশ কুমার ভৌমিক, ৬০. লুতফুর রহমান রতন, ৬১. শাহে আলম, ৬২. মুস্তাক আহমেদ, ৬৩, শফিউল ইসলাম খান, ৬৪. মাসুদূর রহমান মোল্লা, ৬৫. শামসুদ্দিন ভূঁইয়া, ৬৬. আরিফ তালুকদার, ৬৭. ফিরোজ আলম, ৬৮. মাহমুদুর হাসান, ৬৯. হাবিবুর রহমান হাসু, ৭০. আতিকুর রহমান, ৭১. খায়েরুজ্জামান, ৭২. শফিউল ইসলাম শামিম, ৭৩. শফিকুল ইসলাম, ৭৪. মোহাম্মদ ফজর আলী, ৭৫. সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

উত্তর সিটিতে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যারা-

১. আক্তার উদ্দিন, ২. আলহাজ্ব কদম আলী মাতব্বর, ৩. মোহাম্মদ জিন্নাদ আলী মাতব্বর, ৪. জামাল মোস্তফা, ৫. আব্দুর রব নান্নু ৬.সালাহউদ্দিন রবিন, ৭. তোফাজ্জল হোসেন, ৮. আবুল কাসেম, ৯. মুজিব সারোয়ার মাসুদ, ১০. আবু তাহের, ১১. দেওয়ান আবুল মান্নান, ১২. মুরাদ হোসেন, ১৩. হারুনুর রশিদ, ১৪. মফিজ উদ্দিন, ১৫. সালেক মান্নান, ১৬. মতিউর রহমান, ১৭. ইসহাক মিয়া, ১৮. জাকির হোসেন, ১৯. মফিজুর রহমান, ২০. জাহিদুর রহমান, ২১. মাসুম গনি, ২২. লিয়াকত আলী, ২৩. সাখাওয়াত হোসেন, ২৪. শফিউল্লাহ, ২৫. আব্দুলাহ আল মঞ্জু, ২৬. শামিম হোসেন, ২৭. ফরিদুর রহমান খান, ২৮. তুষার হোসেন, ২৯. নুরুল ইসলাম অতন, ৩০. আবুল হাসেম হাসু, ৩১. আলেয়া সারোয়ার ডেইজি, ৩২. সৈয়দ হাসান মিনিস্টার, ৩৩. আসিফ আল মামুন. ৩৪-শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী, ৩৫.মোক্তার সরদার, ৩৬. তৈমুর রেজা খোকন, ৩৭. জাহাঙ্গীর আলম, ৩৮. শেখ সেলিম, ৩৯, শরিফ শফিকুল ইসলাম, ৪০. নজরুল ইসলাম ঢালি, ৪১. আব্দুল মতিন. ৪২. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া, ৪৪-মোহাম্মদ শফিকুল শফি, ৪৫. জয়নাল আবেদিন, ৪৬.সাইদুর রহমান সরকার, ৪৭-মোতালেব মিয়া, ৪৮.ইমতিয়াজ মাসুদুজ্জামান, ৪৯. শফিউদ্দিন মোল্লা, ৫০. বি এম শামিম, ৫১. শফিকুর রহমান, ৫২. ফরিদ আহমেদ, ৫৩. মোহাম্মদ নাসির উদ্দিন, ৫৪ জাহাঙ্গীর হোসেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসিক কাউন্সিলর হলেন ফরহাদ
উত্তাপ ছড়াচ্ছে ময়মনসিংহ সিটি নির্বাচন : মেয়র পদে ৭ প্রার্থী
দুই সিটিতে ভোট: ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ
পেছাতে পারে ৪৬তম বিসিএসের প্রিলি
X
Fresh