• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিটি করপোরেশন নির্বাচন: প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৪
প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি। জানালেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিটনের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমরা মাঠে থাকব। তবে আওয়ামী লীগ থেকে সমঝোতার কোনও প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

তিনি বলেন, ২৪ ডিসেম্বর জাতীয় পার্টি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

জানা গেছে, সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন বিক্রি ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ২৭ ডিসেম্বর। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। ২৯ ডিসেম্বর চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে ৩০ ডিসেম্বর তারিখে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা করবে জাপার মনোনীত প্রার্থীরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
X
Fresh