• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যাদের জন্য করেছি, তারাই বিট্রে করে গিয়েছে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছেন, দলে যাদের জন্য কাজ করেছি, তারাই বিট্রে করে চলে গিয়েছে। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণার পর গতকাল রোববার রাতে গণভবনে দলটির নেতারা সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। গণভভনে যাওয়া নেতারা জানান, শেখ হাসিনা ‘৭৫ পরবর্তী দলের অবস্থা তুলে ধরে তাদের বলেন, আমি দেশের বাইরে থাকতে ৮০ সাল পর্যন্ত যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তখন দল গোছাতে যাদের জন্য কাজ করেছি, দেশে ফিরে আসার পর তারাই আমার সঙ্গে বিট্রে করে চলে গিয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী বলেন, গ্রুপিংয়ের কারণে ৮২ সালে দল ভেঙে অনেকে চলে গেলেন। তখন দলটা না ভাঙলে হয়তো ৮০’র দশকেই সরকার গঠন করতে পারতাম, নির্বাচনে জয়ী হতে পারতাম। এরশাদ মার্শাল ল দিয়ে ওভাবে ক্ষমতায় থাকতে পারতো না। এরশাদ-বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এক জেনারেলের পরিবর্তে আরেক জেনারেল না, আমরা গণতন্ত্র চাই বলেছিলাম। দলের ভেতরে-বাইরে অনেক সমালোচনা ছিল, ষড়যন্ত্রও হয়েছে। কিন্তু আমি বাবার মতো নীতির ব্যাপারে আপোষ করিনি। পরে দেখা গেলো আমার সিদ্ধান্তই ঠিক ছিল। দেশে আমার পরেই দলের ভাঙনে ধাক্কা খাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাকে নতুন করে সংগঠন তৈরি করতে হয়েছে, সারাদেশ ঘুরতে হয়েছে। দিন-রাত মিটিং করে, আলোচনা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আমাদের সংগঠনগুলোকে তৃণমূল থেকে গড়ে তুলেছি। এভাবে সংগঠন গোছাতে গোছাতে আজকের এই পর্যায়ে এসেছি। এক পর্যায়ে ৮০’র দশকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, আব্দুল জলিলসহ কয়েকজনের প্রসঙ্গ তুলে স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। ৯১’র নির্বাচনে পরাজয়ের জন্য দল ও জোটের বেঈমানদের দায়ী করেন তিনি। এর প্রেক্ষিতে ৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গও তোলেন টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক চেষ্টা করছি’
বিদ্যুৎ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা
X
Fresh