• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২৪ ঘণ্টার মধ্যে নুরের ওপর হামলার বিচার চাইলেন বাম ছাত্র নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫১
ছাত্র ইউনিয়ন,

ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ তার সমর্থকদের ওপর হামলার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫ টায় ডাকসু ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জোটের সমন্বক আল কাদেরি জয়।

তিনি বলেন, ‘প্রগতিশীর ছাত্রজোটের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই। আজ ডাকসু ভবনে এসে নুরুল হক নুরের উপর ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নাম ব্যবহার করে সন্ত্রাসী এবং ছাত্রলীগ হামলা চালিয়েছে। তাদের আমরা আজকে থেকে এ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের দায়িত্বছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু ভিসি ও প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এই বিজয়ের মাসে ডাকসু ভবনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, শিক্ষার্থীরা এর বিচার করেই ছাড়বে।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা ডাকসুর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

আরো পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh