• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের সম্মেলনে জাতি সম্পূর্ণভাবে হতাশ: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৮
আওয়ামী লীগের সম্মেলনে জাতি সম্পূর্ণভাবে হতাশ মির্জা ফখরুল
ফাইল ছবি

জাতির প্রত্যাশা ছিল, আওয়ামী লীগের সম্মলেনে গণতন্ত্রে উত্তরণের একটা পথ দেখা যাবে। কিন্তু তারা সেই পথ দেখাতে পারেনি। একইসঙ্গে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং সংকট উত্তরণে কোনও দিক-নির্দেশনা দিতেও তারা ব্যর্থ হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা একটা বৈরী ও প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে রাজনীতি করছি। রাজনীতির জন্য যে স্পেস দরকার আমরা এখানে তা পাচ্ছি না। বেশির ভাগ জায়গায় আমাদের কাউন্সিল করতে দেয়া হয় না। বিশেষ করে জেলা ও উপজেলাগুলোতে কাউন্সিল করতে দেয়া হয় না।

বিএনপি মহাসচিব আরও বলেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ প্রায় এক দশক ধরে কাজ করছে। তারা সংবিধানকে পুরোপুরি উপেক্ষা করে গণতন্ত্রহীন একটা অবস্থা তৈরির চেষ্টা করছে। তাদের এই সম্মেলনে সেই কথাগুলোই সামনে এসেছে। আর এজন্যই জাতি সম্পূর্ণভাবে হতাশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh