• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নেতা নির্বাচনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগ কাউন্সিলরদের ভিড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৯, ১১:০৩
নেতা নির্বাচনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগ কাউন্সিলরদের ভির

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দল বেঁধে কাউন্সিলররা প্রবেশ করেছেন। আগামী তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্বাচন করবেন তারা।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। শুরুতেই অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিনব্যাপী এই জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে সারা দেশ থেকে আসা দলটির ৭ হাজার কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করবেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রধান গেইট দিয়ে কাউন্সিলর ও ডেলিগেটিরা ভেতরে প্রবেশ করেন।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতোও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh