• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকার চায় না খালেদা জিয়া মুক্তি পাক: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:২০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়ে গেছে তিনি এবং তার সরকার চান না দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যে পরিষ্কার ফুটে উঠেছে বিচার চলাকালীন একটা মামলায় তিনি হস্তক্ষেপ করেছেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সরাসরি বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের সামিল।

তিনি বলেন, জামিন কোনও করুণা নয়। তার (খালেদা জিয়া) যে মামলা তাতে সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন খালেদা জিয়া গডফাদার, তিনি রাজার হালে আছেন। এসব কথা বলে তিনি বিএসএমএমইউ কর্তৃপক্ষ যারা রিপোর্ট দেবে তাদের ভয়ভীতি দেখিয়েছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট দিতে ব্যর্থ হওয়ায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh