• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বিএনপির সম্মেলনে নিজ দলের নেতাকর্মীদের হামলা, আহত ৯

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ নভেম্বর ২০১৯, ১৮:২৬
হামলা আহত আটক
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে বিএনপির অপর গ্রুপের হামলায় নয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলার স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মেলন চলাকালে বিএনপির অপর গ্রুপ সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দীকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বে সম্মেলনে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এ সময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার (৪৮), বিএনপি কর্মী এরশাদ আলী (৩৬), সাইফুল ইসলাম (৪৭), জাকির হোসেন (২৮), শাহিন আলম (২২), হারুনুর রশিদ (৪২), সুমন ইসলাম (২৭), সেকান্দার আলী (৫৫) ও বাশার আলী (৩৩)। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ আরেফিন সিদ্দিকী জনিসহ চারজনকে আটক করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পারভেজ আরেফিন সিদ্দিকীসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার পক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh