• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রসমাজের সম্মেলন শেষ, কমিটি হয়নি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৯, ১৯:১২

জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন শেষ হয়েছে। তবে কোনো কমিটি হয়নি। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠিত এ সম্মেলনে ছাত্রসমাজ কোনও কমিটি না করে নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দিয়েছে জিএম কাদেরের ওপর। কয়েক দিনের মধ্যে নেতা নির্বাচন করবেন তিনি।

এদিকে, বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ছাত্রসমাজের জাতীয় সম্মেলন প্রত্যাখ্যান করার ঘোষণা দেন সংগঠনটির জিসান-মোখলেস পরিষদের নেতারা।

একইসঙ্গে তারা পুনরায় সম্মেলন, ভোটার তালিকা প্রকাশ, ত্যাগী নেতাদের মূল্যায়ন, প্রতিবছর সম্মেলন করা ও একই পদে একবারের বেশি কোনও পদে কাউকে না রাখারও দাবি জানান।

জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সম্মেলনে কোনও কমিটি হয়নি। ছাত্রসমাজের কমিটি করতে জাপা চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জিএম কাদেরের
বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
X
Fresh