• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামিন পেলেন বিএনপির এমপি হারুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৬
বিএনপি
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ

পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। তাকে দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ডও স্থগিত করেছে আদালত।

শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকি দেওয়ার মামলায় তার কারাদণ্ড হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ করে এ আদেশ দেয় বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মিজানুর রহমান ও হারুনুর রশীদের স্ত্রী আইনজীবী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুদক আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, আদেশের বিষয়টা (জামিন) আমি কমিশনকে জানিয়েছি। কমিশন মঙ্গলবারই এ আদেশর বিরুদ্ধে লিভটু আপিল করতে যাচ্ছে। যদি আদেশের অনুলিপি না পাওয়া যায় তাহলে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডাক্তারদের সংবাদ সম্মেলনের কোনো মূল্য নেই: খসরু
---------------------------------------------------------------

এর আগে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকি নিয়ে দুদকের মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে ২১ অক্টোবর পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদলত।
একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

পরে হারুনকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। মামলার অন্য দুই আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (চ্যানেল ৯-এর এমডি) দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh