• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি: জিএম কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৯, ১৫:১৭
গোলাম মোহাম্মদ কাদের
বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি

প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লিখিত চুক্তিগুলোর তালিকা দেখেছি। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

রোববার (২৭ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সাংগঠনিক টিমের যৌথ সভায় সভাপতির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানিয়েছি। হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যার বিচার যেন সঠিকভাবে সম্পন্ন হয় ও দোষী ব্যক্তিরা যেন দৃষ্টান্তমূলক শান্তি পায়— আমরা সেটাই চাই। আমরা প্রত্যাশা করি, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন: মির্জা ফখরুল
---------------------------------------------------------------