• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে অপহরণের পর বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ অক্টোবর ২০১৯, ১২:১৫
অপহরণ হত্যা দ্বীপময়
নিহত বিএনপি নেতা দ্বীপময় তালুকদার

রাঙামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হ্যাডম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়। বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বুধবার সকাল থেকে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগণ লাশ নিয়ে থানা ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহাম্মদ খান আরটিভি অনলাইনকে জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হলুদিয়া পাড়া থেকে দ্বীপময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আজ সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh