• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অপকর্মকারীদের যুবলীগের সম্মেলনে থাকতে দেয়া হবে না: চয়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৯, ২২:২৯
অপকর্মকারীদের যুবলীগের সম্মেলনে থাকতে দেয়া হবে না চয়ন
সংবাদ সম্মেলনে চয়ন ইসলাম

অপকর্মকারী কোনও সদস্যকে যুবলীগের আগামী জাতীয় সম্মেলনে (কংগ্রেস) থাকতে দেওয়া হবে না। বললেন সংগঠনের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

চয়ন ইসলাম বলেন, আগামী কংগ্রেসে অপকর্মকারীদের সঙ্গে নেই আমরা। অপকর্মকারীরা যুবলীগের সঙ্গে থাকতে পারবেন না। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকব। অনুপ্রবেশকারীর ক্ষেত্রেও জিরো টলারেন্স অবস্থান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে এই প্রস্তুতি শুরু হয়েছে। অনেকগুলো উপ-কমিটি করা হয়েছে। তবে এত বড় কংগ্রেস, কিন্তু সময় খুব কম। এত কম সময়ের মধ্যে এটির আয়োজন দুঃসাধ্য ব্যাপার। প্রতিটি নেতাকর্মীকে কংগ্রেস বাস্তবায়ন করতে দৃঢ়চেতা মনোভাব নিয়ে কাজ করতে হবে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন
---------------------------------------------------------------------

তিনি আরও বলেন, অন্যায়কারীদের প্রতিহত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সুতরাং অপকর্মকারীদের যুবলীগে ঠাঁই নেই।

চয়ন ইসলাম বলেন, যুবলীগ নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে কোনো নিয়ন্ত্রক নেই। সুতরাং তিনিই সিদ্ধান্ত নেবেন আগামী নেতৃত্ব কেমন হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক চেষ্টা করছি’
বিদ্যুৎ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা
X
Fresh