আরটিভি অনলাইন রিপোর্ট
আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:০৩
মন্ত্রী হলে কি মেনন নির্বাচন নিয়ে একথা বলতেন, প্রশ্ন কাদেরের (ভিডিও)
ভোটারবিহীন নির্বাচন হয়েছে বলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উনি এতদিন পরে কথা বলছেন কেন? তিনি মন্ত্রী হলে কি এমন কথা বলতেন। আমার আর কিছু বলার নাই।
আজ রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) বরিশালে এক অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দেয়নি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।
আরও পড়ুন
এসএস