• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১৩ অক্টোবর ২০১৯, ১৪:০৭
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের ।। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতির কোনও দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনও সমাধান নয়।

আজ রোববার (১৩ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেছেন, ক্যাসিনো কাণ্ডসহ নানা অনিয়মে যাদের নাম এসেছে তারা সবাই নজরদারিতে আছেন। কেউ পার পাবে না।
দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযোগ শুধু ঢাকায় নয় সারাদেশেই চলবে। কেউ পার পাবে না।

তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারীতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা পরে জানতে পারবেন।

এদিকে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন ওবায়দুল কাদের। রাজশাহীতে পৌঁছার পর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌমন্ত্রী খালেদ মাহামুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

পরে তারা রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
‘আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ’
X
Fresh