• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৯, ২১:০৫

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, বুয়েট উপাচার্য ও শেরে বাংলা হলের পদত্যাগ দাবি করেছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে ভারতের সঙ্গে সাক্ষরিত সকল দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী এ সংগঠনটি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল পরবর্তী সমাবেশে এসব দাবি জানান ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবল।

সন্ধ্যায় রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি বুয়েট শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে আবরার স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে রাজু ভাস্কর্যে সমাবেশে মিলিত হন তারা।

ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, দীর্ঘ ৩৬ ঘণ্টা পর উপাচার্য ক্যাম্পাসে এসেছেন। ৩৬ ঘণ্টা তিনি কোথায় ছিলেন তা স্পষ্ট করতে হবে। হল প্রোভোস্ট সিসিটিভি ফুটেজ, হত্যার আলামত নষ্টের চেষ্টা করেছে। অবিলম্বে ভিসি-প্রোভোস্ট দুজনকেই পদত্যাগ করতে হবে বলেও দাবি জানা তিনি।

ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে তিস্তার পানি পাচ্ছে না বাংলাদেশ। অথচ ভারতকে নতুন করে ফেনী নদীর পানি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের উপকূলে ভারতীয় রাডার স্থাপনের অনুমতি দেয়া হয়েছে।

এ সময় তিনি জনগণের মতামত ছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি বাতিলের দাবি জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh