• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুয়েটে শিক্ষার্থী হত্যা: উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্র ইউনিয়নের

সাভার প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০১৯, ১৬:২২

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন, সাভার থানা সংসদ। একইঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ব্যার্থ উপাচার্য ও হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সাভারের রানা প্লাজার সামনে আবরার ফাহাদ হত্যার বিচারেে দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সাভার উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফুল শাওনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন খালেদ রাব্বি রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম অর্ণব, দপ্তর সম্পাদক আরিয়ান আহমেদসহ আরও অেকে।

সমাবেশে সাভার ছাত্র ইউনিয়ন সভাপতি সাইফুল শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের জেরে আবরারের মৃত্যুর ঘটনা কলঙ্কজনক। ঘটনার পর খুনিদের বাঁচাতে হল প্রশাসন ও উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অবিলম্বে এই হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। একইসঙ্গে হল প্রশাসন ও উপাচার্যকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh