• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুয়েট শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৯, ১৩:৩২

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের দেখা গেছে।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন 'শহীদ আবরারের রক্ত, বৃথা যেতে দেব না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের ভিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন/ শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না...'

প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিল বের হয়।

শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মৃত শিক্ষার্থী বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ফাহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। ফাহাদ কুষ্টিয়া কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বরকত উল্লাহ ছেলে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল ধরতে বুয়েটের বিশেষ যন্ত্র 
বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম আদনান তামিম
বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বুয়েটে ভর্তি হয়েও গানের টানে শান্তিনিকেতনে চলে যান সাদি মহম্মদ
X
Fresh