• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা সম্রাটকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৫২
আরটিভি অনলাইন
ফাইল ছবি

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রামে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার সঙ্গে ছিলেন তার সহযোগী এবং ঢাকা দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমান। তিনি পরিচিত সম্রাটের ‘ক্যাসিনো গুরু’হিসেবে।

আজ রোববার (৬ অক্টোবর) ভোরে র‌্যাব ওই বাড়ি থেকে সম্রাট ও আরমান আলীকে গ্রেপ্তার করে।

জানা যায়, রোববার র‌্যাব যে বাড়ি থেকে তাদের আটক করেছে রাত থেকেই সেই বাড়ি ঘিরে রাখতে দেখেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে প্রায় ৭/৮টি গাড়ি প্রবেশ করে। এলাকার শামসু মিয়ার বাড়িটি ঘেরাও করে রাখে তারা। পরে যোগ হয় আরও ৫/৬টি গাড়ি। রাত প্রায় ১২টার দিকে যুবলীগ নেতা সম্রাট ও আরমানকে আটক করে নিয়ে যায় র‌্যাব-৭।

এ বিষয়ে পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আমরা অবগত নই।

এসএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh