• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১
কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি অবাক হয়েছি দেশে খেলার সরঞ্জামের নামে ক্যাসিনোর যন্ত্রাংশ আমদানি হয়েছে। এখন দেখছি কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো ট্যাক্স দেবে না, অনুমতি নেবে না অথচ এগুলো হতে থাকবে। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এ তো ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে। এটা যে আরও কত দূর যাবে, সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। তবে এটা যখন ধরেছি ভালোভাবেই ধরেছি। কাজেই এটা অব্যাহত থাকবে, এটুকু আশ্বস্ত করতে পারি।’

শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুফল যেন ভোগ করতে না হয়, সে জন্যই এ অভিযান। এতে হয়তো অনেকে নাখোশ হবেন কিন্তু অভিযান চলবে। ওয়ান ইলেভেনের যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। কোনো অন্যায় হলে তার ব্যবস্থা আমিই নেবো, আমরাই নেবো। সেটা যেই হোক; সে আমার দলের লোকই হোক।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই ভালো থাকুক এটা চাই কিন্তু তার মানে এই নয় যে দুর্নীতি করে অর্থের মালিক হতে হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh