• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মির্জা ফখরুল হাসপাতালে (ভিডিও)

রংপুর প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২
ফখরুল, হাসপাতাল, পথসভা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে চোট পেয়ে প্রাইম মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার বিকেলে রংপুর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে পথসভা শেষে গাড়িতে উঠার সময় তিনি হাতে চোট পান। পরে তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে প্রাইম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে রেস্টহাউজে বিশ্রাম নিচ্ছেন।

এর আগে পথসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ফ্যাসিবাদের শাসন চলছে। গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতেই রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে।

সোমবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে বিএনপি প্রার্থী রিটা রহমানের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মীর্জা ফখরুল।

তিনি বলেন, ক্যাসিনো খেলার সুযোগ দিয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছে সরকার। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে বিএনপি আন্দোলনে নেমেছে বলে জানান ফখরুল।

বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু, আসাদুল-হাবিব-দুলু, হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভায় অংশ নেন। এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায় অংশ নেয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

পথসভা শেষে প্রচণ্ড ভিড়ের মধ্যে গাড়িতে উঠার সময় তার একটি হাতে ধাক্কা লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য প্রাইম মেডিকেল হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

<iframe width="720" height="480" src="https://www.youtube.com/embed/tmVa7caEVF4" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
X
Fresh