• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সংসদ ভেঙে নির্বাচন দিন: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৩

বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে গেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটে এই সরকার নির্বাচিত হয়নি।

তিনি বলেন, এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই দেশ চালানোর। তাই আমরা আহ্বানা জানাচ্ছি, অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।

বিএনপির মহাসচিব বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ফখরুলের
X
Fresh