• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জনগণই এই সরকারের বিচার করবে: মির্জা আব্বাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১

সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই এই সরকারের বিচার করবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এই স্মরণ সভার আয়োজন করে ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ।

আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগের টোকাইদের পকেটে কত টাকা। আর এখন চোরেরা ধরা পড়েছে, তাই একেক দিন একেক জনের নাম বলে।

সরকারের প্রভাবশালীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পুলিশ ও র‌্যাব তাদের না ধরলেও জনগণ তাদের ধরবে। সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই এই সরকারের বিচার করবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতনির্ভর হতে পারে না। কারণ এর সিদ্ধান্ত জনগণ নেবে। জনগণ বলবে তিনি ভালো না মন্দ। তিনি দোষী না নির্দোষ।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলালের বাসায় মির্জা আব্বাস
বিএনপির ইফতারির মেন্যুতে পরিবর্তনের কারণ জানালেন মির্জা আব্বাস
ভয় লাগে মির্জা আব্বাসের, জানিয়েছেন কারণও
সরকার ভয়ে, দেশটা বিপদে : মির্জা আব্বাস
X
Fresh