• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে লঙ্কাকাণ্ড ছাত্রলীগের

মাদারীপুর প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩
প্রধানমন্ত্রী, জন্মদিন, ছাত্রলীগ

মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার বেলা ১২টার দিকের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান সমর্থিত অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত।

সকালে দুই গ্রুপই কলেজে আসে প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালন করতে। এতে একপর্যায়ে কথা কাটাকাটির পরে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়; যা সংঘর্ষে রূপ নেয়।