• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করলো আদালত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৭

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করেছেন আদালত। সোমবার বিকেলে আদালত এ নির্দেশনা দেন। একইসঙ্গে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন কমিটি গঠন করা হলো, তা জানতে চেয়েছেন আদালত। আগামী সাতদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ১২ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ছাত্রদলের আগের কমিটিতে ধর্ম বিষয়ক সহসম্পাদক আমান উল্লাহ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করলে ওই আদেশ দেন আদালত।

তারপরও গত বুধবার রাতে হঠাৎ করেই ছাত্রদলের কাউন্সিলর, প্রার্থী ও নেতা-কর্মীরা বিএনপির নয়াপল্টন অফিসের সামনে জড়ো হতে থাকেন। বিকেল পাঁচটার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলর, প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠক করেন। সে বৈঠক থেকেই মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় আজ রাতেই কাউন্সিল করার সিদ্ধান্ত হয়।

ওই কাউন্সিলে সভাপতি হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ইকবাল হোসেন শ্যামল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সম্পাদক নাছির
X
Fresh