• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮
ছাত্রলীগের হামলা
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বর ও টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে: ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাসের হাকিম চত্বরে গেলে ছাত্রলীগের কর্মীরা পেছন থেকে তাদের ধাওয়া করে মারধর করে। হামলার এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা টিএসসির দিকে গেলেও সেখানেও হামলা হয়। পরে তারা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন।

এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দীর্ঘদিন পর ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান দেয়ার ঘটনা ঘটে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
প্রচণ্ড গরমে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
X
Fresh