logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

মধুর ক্যান্টিনে ছাত্রলীগ-ছাত্রদলের স্লোগান ঘিরে উত্তেজনা (ভিডিও)

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা একই সময়ে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রোববার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছাত্রদলের দুই শীর্ষ নেতা ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসেন। 

পাশেই অবস্থানে ছিল ছাত্রলীগের শীর্ষ চার নেতাসহ কয়েকশ নেতাকর্মী। এ সময় দুইপক্ষ পাল্টাপাল্টি নানা স্লোগান দেয়। এতে মধুর ক্যান্টিনে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

ছাত্রদলের স্লোগান ছিল, ‘জিয়া, খালেদা।’ অপরদিকে ছাত্রলীগের স্লোগান ছিল ‘ভুয়া, ভুয়া। ছাত্রদলের চামড়া তুলে নেব আমরা।’

দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলেও কোনোরকম সংঘর্ষ ঘটেনি।

এসজে

RTVPLUS