• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নব্বইয়ে এরশাদের পতন হয়নি, পদত্যাগ করে জনগণের মাঝে মিশে গেছেন: জিএম কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪

১৯৯০ সালে বিএনপি-আওয়ামী লীগ-সিপিবিসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের হুসেইন মুহম্মদ এরশাদের পতন হয়নি। বরং তিনি ক্ষমতা ছেড়ে জনগণের সঙ্গে মিশে গেছেন। এমন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রয়াত এরশাদের ভাই জিএম কাদের।

শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জনতা লীগের (বিজেএল) ব্যানারে এই সভার আয়োজন করা হয়।

জাতীয় পার্টির এই নতুন চেয়ারম্যান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শেষ পর্যন্ত তিনি মানুষের অন্তরে চলে গেছেন। যার প্রমাণ পেয়েছি তার অসুস্থ থাকাকালে ও মৃত্যুর পরে। তার জানাজায় মানুষের ঢল নামে।

বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপের দিকে দেশবাসী তাকিয়ে আছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
X
Fresh