• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ঢাবির সিনেট থেকে শোভনের পদত্যাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার দুপুরে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন-এমনটা জানিয়েছেন তিনি।

চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে গেল ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয় শোভন ও রাব্বানীকে।

সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিনেটে শোভন-রাব্বানী দুজনেই সদস্য দায়িত্ব পালন করছেন। তবে গোলাম রাব্বানী ডাকসুতে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শোভন- রাব্বানীর পদত্যাগ দাবি করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল।

ওই সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ঢাবিতে ‘গণইফতার’ কর্মসূচি
ভারতের সঙ্গে বাংলাদেশের শর্তহীন বন্ধুত্ব এখনও বিদ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে কালক্ষেপণ
ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার, ৬০ জনকে শাস্তি
X
Fresh