• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের বৈঠক শুরু, গণভবনের দিকে তাকিয়ে ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪
গণভবন ছাত্রলীগ
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়েও কী সিদ্ধান্ত আসে, তা জানতে সবার নজর এখন গণভবনে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা গণভবনে শুরু হয়েছে। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়াদি আলোচনার পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়েও কী সিদ্ধান্ত আসে, তা জানতে সবার নজর এখন গণভবনে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়।

দলের একাধিক সিনিয়র নেতা জানান, সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু ছাড়াও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ইস্যুতে আলোচনা হতে পারে। তাদের নেতৃত্বে রাখা-না রাখা বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

তারা বলেন, পুরো বিষয়টি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চান তার ওপর নির্ভর করছে। তিনি না চাইলে আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা নাও হতে পারে।

সভায় আওয়ামী লীগের সম্মেলন কবে হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

-------------------------------------------------
আরো পড়ুন: ছাত্রদলের কাউন্সিল স্থগিত
-------------------------------------------------

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের যৌথসভা আজ
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
‘নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি জনগণের আগ্রহ নেই’
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh