• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রলীগের গল্প বানোয়াট, চ্যালেঞ্জ ছুড়লেন ভিসি ফারজানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেগা প্রকল্পে টাকা ভাগাভাগিতে উপাচার্য ও শাখা ছাত্রলীগ জড়িত বলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ বানোয়াট- দাবি করেছেন উপাচার্য ফারজানা ইসলাম। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপাচার্য ফারজানা ইসলাম বলেন, তদন্ত করলেই সব সত্য বেরিয়ে আসবে। সম্পতি বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পে কেন্দ্রীয় ছাত্রলীগ চাঁদা দাবি করেছে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সকলের নজরে আসে।

তবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপাচার্য, তার পরিবার এবং শাখা ছাত্রলীগ জড়িত বলে দাবি করেন।

উপাচার্য বলেন, অর্থ লেনদেনের বিষয়টি বানোয়াট গল্প। টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তারা তাদের মতো করে কাজ করে। তারা কার কাছে কমিশন পায় বা পায় না, তা আমি জানি না।

তিনি বলেন, এ বিষয়ে তারা আমাকে ইঙ্গিত দিলে আমি বলি, তোমরা টাকা-পয়সা নিয়ে কোনো আলাপ আমার সঙ্গে করবে না। তোমরা যা চাও, তা তোমাদের মতো করো।’

------------------------------------------------------------------------------------------------------
আরো পড়ুন: দেশের ৯৩ শতাংশ বাড়িতে বিদ্যুৎ দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী (ভিডিও)
-------------------------------------------------------------------------------------------------------

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নতুন প্রক্টর আলমগীর কবীর
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ভুল চিকিৎসায় সাবেক শিক্ষার্থীর মৃত্যু, জাবিতে মানববন্ধন
উপাচার্যের আশ্বাসে জাবিতে অবরোধ কর্মসূচি স্থগিত
X
Fresh