• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশকে আবার বিপদগ্রস্ত করতে গভীর চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

স্পষ্ট করে বলতে চাই মুক্তিযুদ্ধের পর কোনোও বাংলাদেশি ভারত যায়নি। প্রতিবেশী বন্ধুদেশ তাদের আসাম থেকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের খেদিয়ে বের করে বাংলাদেশে ফেরত পাঠাবে। গভীর চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশকে আবার বিপদগ্রস্ত করার জন্য। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। কারণ তাদের সে বৈধতা ও সাহস নেই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না সরকার।

তিনি বলেন, খালেদা জিয়ার ডায়াবেটিস বেড়ে গেছে শরীরের ব্যথা বেড়েছে। তিনি কারও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না। হুইল চেয়ারে চলছেন। কিন্তু সরকার ও তার কর্মকর্তারা ডাক্তাররা বলছেন, বেগম খালেদা জিয়া নাকি সুস্থ রয়েছেন। তিনি মোটেও সুস্থ নন। অসুস্থ অবস্থায় তিনি কারারুদ্ধ দিন পার করছেন। আমরা তার সুচিকিৎসার জন্য মুক্তি দাবি করছি।

মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরে পেতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নওগাঁয় গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কারাগারে
X
Fresh