• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রংপুর-৩ আসনে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

রংপুর উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মিথ্যাচারের দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোয়োবলসকেও হার মানিয়েছেন। তিনি মিথ্যাচারে নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া এরশাদের কাছ থেকে দু’টি বাড়ি ও দশ লাখ টাকা নিয়েছেন। অপ্রিয় এ সত্য সংসদে উঠে আসায় মির্জা ফখরুল এই মিথ্যাচার করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার হাঁটুব্যথা নিয়ে রাজনীতি করছে বিএনপি। অসুস্থতা নিয়ে কথা বলে বিএনপি নিজেদের নেত্রীকেই খাটো করছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
উপজেলা নির্বাচনে মাঠে আছেন বিএনপির অন্তত ৩০ নেতা 
X
Fresh