• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকে হেলমেট চুরির অভিযোগ করলেন ভিপি নুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর নির্বাচিত হবার আগে থেকেই বেশ আলোচিত-সমালোচিত। সোমবার দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগ করে নতুন করে আলোচনায় এসেছেন।

রোববার ডাকসু ভবনের সংগ্রহশালার গেটের সামনে থেকে এক ব্যক্তি তার হেলমেট চুরি করেছে দাবি করে সোমবার দুপুরে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ভিপি নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার দিয়ে বলেন, ‘গতকাল ডাকসুর সংগ্রহশালার গেটের কাছে রাখা আমার মোটরসাইকেলের হেলমেটটি নিয়েছে এই চোর। কেউ চিনতে পারলে চোরের পরিচয়টি তুলে ধরেন।’

সিসিটিভি ধারণকৃত ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট কালো প্যান্ট পরা আনুমানিক ২৩ বছরের এক যুবক মোটরসাইকেলের পিছনে আটকানো থাকা হেলমেটটি নিয়ে যায়। এর আগে সেখানে কয়েকজনকে আড্ডা দিতে দেখা যায়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বঙ্গবন্ধুকে কটূক্তি: তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি
---------------------------------------------------------------

নুরুল হক নুর জানান, আমি একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম ডাকসু ভবনে নিজ কার্যালয়ে। মোটরসাইকেলটি সংগ্রশালার সামনেই রাখা ছিল। এটা কোনো পেশাগত চোরের কাজ নয়, কেউ ইন্টেনশনালি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh