• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের আসনে উপনির্বাচন: উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি (ভিডিও)

জাহাঙ্গীর আলম বাদল, রংপুর

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৬

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৫ অক্টোবর। তফসীল ঘোষণার পর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এদিকে দু’দলের মনোনয়ন প্রত্যাশীরা নগরীতে পোস্টার, ব্যানার ও শোডাউনে মুখর করে রেখেছেন গোটা নগরী। অন্যদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় নীরব ভূমিকায় রয়েছে বিএনপি।

হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হয় আসনটি। এরপর থেকেই নির্বাচনী মাঠে সরব মনোনয়ন প্রত্যাশীরা। বিগত ৬ বারের নির্বাচনে আসনটিতে একটানা জিতেছে জাতীয় পার্টি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন বলছেন অন্যান্য দলের নেতারা। ইতোমধ্যে মনোনয়ন নিয়ে জাতীয় পার্টিতে শুরু হয়েছে গৃহদাহ। স্থানীয় প্রার্থী ছাড়া বহিরাগত কাউকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা।

রংপুর সদর ৩ আসনের ১৭৫ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলাম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬শ’ ৭১ জন।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh