• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা একাংশের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৩

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছে দলের একাংশের নেতাকর্মীরা। এছাড়া জিএম কাদেরকে কো- চেয়ারম্যান পদ গ্রহণ করে চেয়ারম্যান পদ ছাড়ার আহ্বান করেছে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন রওশন এরশাদ। পরে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, তিলতিল করে এরশাদ সাহেব এই পার্টিকে গড়ে তুলেছেন। এখন সেই পার্টিটাকে ভালো করতে চাই।

যারা জাতীয় পার্টি থেকে ছেড়ে গেছেন, তাদের ফের দলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে রওশন বলেন, মান-অভিমান ভুলে দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টির পতাকাতলে আসুন। সবাই একসঙ্গে কাজ করলে দলকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গেল ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চার দিন পর ১৮ জুলাই এক সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। পরে ২৩ জুলাই রওশন এরশাদসহ দলের সাত জন সংসদ সদস্য ও দুই জন প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে অস্বীকার করে বিবৃতি দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
নেতৃত্ব পরিবর্তনে ইসিতে চিঠি দিয়ে সাড়া পেল না রওশনপন্থীরা
X
Fresh