• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্পিকারকে পাল্টাপাল্টি চিঠি: কে হচ্ছেন বিরোধীদলীয় নেতা?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০
পাল্টাপাল্টি চিঠি বিরোধীদলীয় নেতা

রওশন এরশাদই হবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। জানালেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদই এই পদের যোগ্য। এ বিষয়ে রওশন এরশাদ আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান চুন্নু।

অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগ দানের জন্য মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন। এ নিয়ে দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।

অবশ্য পাল্টাপাল্টি চিঠির বিষয়ে গণমাধ্যমকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেলে জাপা চেয়ারম্যান জিএম কাদের নিজেকে বিরোধীদলীয় নেতা করার দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি দেন। কাজী ফিরোজ রশীদসহ দলের পাঁচজন সংসদ সদস্য ওই চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। অপরদিকে ওই চিঠি গ্রহণ না করার অনুরোধ জানিয়ে বুধবার বিকেলে রওশন এরশাদ স্পিকারকে পাল্টা চিঠি দেন। স্পিকারের হাতে চিঠিটি পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অবশ্য এই চিঠিতে স্পিকারের কাছে জিএম কাদেরের চিঠি দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেবে প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারা : স্পিকার
ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে : ডেপুটি স্পিকার
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh