• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আ. লীগের রাজনৈতিক ব্যর্থতার কারণেই বিএনপির জন্ম হয়েছিল: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৭
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতার কারণেই বিএনপির জন্ম হয়েছিল। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতার কারণেই বিএনপির জন্ম হয়েছিল। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ লড়াই করে অধিকার আদায় করে নিবে। নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে দেশের সব স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, কুটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গাদের পাঠাতে পারছেন না। সরকার সবক্ষেত্রে ব্যর্থ। দলকে সুসংগঠিত করতে হবে, জনগণকে ঐক্য বদ্ধ করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, সবদলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য মাঠে নামতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে না, এটা পরিস্কার। তাই রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকারের পতন হবেই। রাজনৈতিক প্রভাবের কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। রাজপথই একমাত্র সমাধান।এখন বিচারিক নির্যাতন শুরু করেছে। জাতীয় ঐক্য গড়ে তুলে যৌথ কর্মসূচি দিতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে এখন ক্রান্তিকাল চলছে। জনগণ অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। দলকে শক্তিশালী করে জনগণের ঐক্যের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh