• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়িতে মধ্যরাতে ছাত্র ইউনিয়ন নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭
ছাত্র ইউনিয়ন
ছাত্র ইউনিয়ন

ছাত্র ইউনিয়নের রাজবাড়ি জেলা সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপনকে ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে ফোনে এ হুমকি দেয়া হয় বামপন্থী এ ছাত্র নেতাকে। হুমকির পর রোববার সকালে নিরাপত্তা চেয়ে রাজবাড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ছাত্র ইউনিয়ন নেতা কাওসার আহমেদ রিপন আরটিভি অনলাইনকে জানান, শনিবার দিবাগত মধ্যরাত একটার দিকে ০১৪০৭২১০৩০২ নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দেন। তিনি প্রথমে অপ্রীতিকর কথা বলার পর গালিগালাজ করেন। একপর্যায়ে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় রোববার সকালে তিনি রাজবাড়ি সদর থানায় জিডি করেন। জিডি নং ২৫।

এদিকে রিপনের হত্যার হুমকির ঘটনায় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হুমকির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh