• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রুমিন কোনো অন্যায় করেননি, বললেন ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৯, ২৩:১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো অন্যায় করেননি। তিনি হয়তো সহজ জিনিসটা বুঝতে পারেননি। এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছোট-খাটো বিষয় নিয়ে পাগলের মতো ওই ফেসবুকে লেখালেখির কোনো যুক্তি নেই। আপনাদের দেখতে হবে মূল লক্ষ্যে আমরা যাচ্ছি কিনা। কেউ একটা ছোট ভুল করে ফেলল তোমার তো তাকে এখনই কবর দিয়ে দিতে হবে না। দেখতে হবে সে এখন কী কাজ করছে।

মির্জা ফখরুল দাবি করেন, রুমি ফারহানা গণতন্ত্রের জন্য কাজ করছেন। তিনি দেশনেত্রীর মুক্তির জন্য কাজ করছেন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh