• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সমালোচনার মুখে ১০ কাঠা প্লটের আবেদন প্রত্যাহার করলেন বিএনপির রুমিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৯, ১৮:২৫
ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট চেয়ে করা আবেদন প্রত্যাহার করেছেন বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। চিঠিটি প্রকাশের দুদিনের মাথায় ব্যাপক সমালোচনার মুখে ওই আবেদন আজ দুপুরে প্রত্যাহার করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে প্লট আবেদনের চিঠি প্রত্যাহার চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন চিঠি পাঠিয়েছেন রুমিন।

রুমিন ফারহানা চিঠিতে লিখেছেন, ‘আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট, ২০১৯ তারিখে সংসদের দাফতরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আরো পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh