• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

‘সব দলের কার্যক্রমে বঙ্গবন্ধুর ছবি বাধ্যতামূলক করা উচিত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৯, ২৩:২৫
সালমান এফ রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেবল আওয়ামী লীগ নয়, সব দলের জন্য বাধ্যতামূলকভাবে ব্যবহার করা উচিৎ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের সম্পদ নয় উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, তিনি ছিলেন দেশের প্রতিটি মানুষের নেতা।

সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তলাবিহীন ঝুড়ির দেশ বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আর উন্নয়নের এ যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেম, মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন ও এ কে আজাদ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
চালের বস্তায় ৬ তথ্য লেখা বাধ্যতামূলক করল সরকার
রিটার্নে জীবনযাত্রার ব্যয় বাধ্যতামূলক না করার প্রস্তাব
তরুণ-তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করল মিয়ানমার
X
Fresh