• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই হচ্ছে সমাধানের পথ: স্থানীয় সরকারমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

  ২৪ আগস্ট ২০১৯, ১৭:৫৫
রোহিঙ্গা

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন করাটাই হচ্ছে সমাধানের উত্তম পন্থা বলে জানালেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ কাজ করে যাচ্ছে। পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে।

পরে তিনি হবিগঞ্জ পৌরসভার অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কিচেন মার্কেটের উদ্বোধন করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরস্কার গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা চলছে সে বিষয়ে মন্ত্রী বলেন, কোনো স্মারক তিনি গ্রহণ করেননি। কিন্তু এটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহ নওয়াজ মিলাদ, জেলা প্রশাসক মাহমদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
X
Fresh