• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছাত্রদলের কাউন্সিল: দুই শীর্ষ পদে ৭৬ প্রার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ২২:২৮
ছাত্রদলের কাউন্সিল
ছাত্রদলের কাউন্সিল: দুই শীর্ষ পদে ৭৬ প্রার্থী ।। ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১০৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও সভাপতি পদে লড়তে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুই নারীসহ ৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে মনোনয়ন ফরম জমা নেয়া হয়।

সদ্য ভেঙে দেয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বাংলা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪৮ জন রয়েছেন।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরম বাছাই চলবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রার্থীরা প্রচার চালাতে পারবেন ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত।

১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারাদেশের ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সম্পাদক নাছির
X
Fresh