• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরের ঝিলপাড়েই বস্তিবাসীদের পুনর্বাসন করতে হবে: ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ০১:১৩
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণও দিতে হবে। এমনটা দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার এক বিবৃতিতে গণফোরাম সভাপতি বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঝিলপাড় এলাকাতেই পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

গত শুক্রবার রাতে মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড়ে আরামবাগ ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গতকাল শনিবার ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়েছিলেন কামাল হোসেন।
আজ গণফোরাম কার্যালয়ে সভাপতি পরিষদের সভায় ড. কামাল হোসেন ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। সভায় ২৪ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও ২৯ আগস্ট গণফোরামের ২৫তম বর্ষপূতি উপলক্ষে সারা দেশে অনুষ্ঠান এবং ৭ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আমসা আ আমিন, মহসিন রশীদসহ আরও অনেকে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh