• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিরপুর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন: মেয়র (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৯, ২২:১১

রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড় সংলগ্ন রূপনগর-ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাতে মিরপুর রূপনগর-ঝিলপাড় বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার পরিবার। আগুনের লেলিহান শিখা বেঁচে থাকার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে নিঃস্ব করেছে এসব নিম্ন আয়ের মানুষকে।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

এদিকে ফায়ার সার্ভিস তদন্ত করে ১৫ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাবে।

শুক্রবার সন্ধ্যায় বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনের ওই ঘটনায় চারজন আহত হন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তায় সেল গঠন
ভুল সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত : নানক
রেলকে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার : রেলমন্ত্রী
পাটগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান
X
Fresh