• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৯, ২০:০৬
মির্জা ফখরুল

ঈদের আগে বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় বিএনপির ধারণা স্পষ্ট হয়েছে যে, বিচার ব্যবস্থা স্বাভাবিকভাবে ও স্বাধীনভাবে কাজ করছে না। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আইনি প্রক্রিয়ায় তার ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে পারে না। আমরা বেগম জিয়ার মুক্তি ও তার স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যথোপযুক্তভাবে ব্যবস্থা করবো।

তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করতেই এই সংকট তৈরি করেছে। এটা সরকারের ব্যর্থতা।সরকারের উদাসীনতায় ডেঙ্গু ইস্যুতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

যথাসময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ আনতে না পারারও কড়া সমালোচনা করেন ফখরুল।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
X
Fresh